কাল রাতের অন্ধকারে, স্বপ্নের ঘোরে
খুজেছি তোকে, পাইনি কোথাও
কোথায় ছিলি তুই
আজ সব কাজের মাঝে, সব হট্টগোলের মধ্যেও
ভুলি নি সেই নিসঃঙ্গতা, ভুলিনি তোকে
কোথায় আছিস তুই
লাগেনা ভালো, অনেক তো হোলো
সেদেশের কি এত ভালো, সেদেশের কে কি হারালো
কবে ফিরবি তুই…
Advertisements