Tags

, , ,

সেই সেদিনের সেই রেস্তোরা
ছেড়ে এসেছি কত বছর আগে
আজ তার সামনে দিয়ে যেতে গিয়ে
হটাত এমন কেন লাগে
মনের কোণে একটু ভেজা স্মৃতির গন্ধ
আজ আবার কেন জাগে

না না, এতো চাওয়া নয়
না পাওয়ার বেদনা তো কখনই নয়
এ আমার প্রথম ভালো লাগার প্রথম ভালো বাসার সুখের স্মৃতি হাসে

Advertisements